IQNA

চিলিতে হালাল পণ্য প্রদর্শনী

21:17 - October 16, 2017
সংবাদ: 2604085
আন্তর্জাতিক ডেস্ক: চিলির রাজধানী সান্তিয়াগোতে ৬ থেকে ৮ নভেম্বর ষষ্ঠ বার্ষিকী হালাল পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
চিলিতে হালাল পণ্য প্রদর্শনী
বার্তা সংস্থা ইকনা: চিলির ষষ্ঠ বার্ষিকী হালাল পণ্য প্রদর্শনীর জন্য 'হালাল এবং সেন্টার ইন্টারন্যাশনাল ফুডস' সংস্থা হালাল সার্টিফিকেট প্রদান করে সহযোগিতা করেছে।
বিভিন্ন দূতাবাস এবং অন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ ব্যাবসায়িক সংস্থাসমূহে এই প্রদর্শনীতে অংশগ্রহণ করবে।  
উল্লেখ্য, বিশ্বে হালাল মাংস ও পণ্য সরবরাহের বৃহত্তম উৎস হচ্ছে চিলি, ব্রাজিল, আর্জেন্টিনা এবং উরুগুয়ে। এছাড়াও বেশ কিছু ইসলামিক দেশ যেমন মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং ইউরোপ, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের কিছু দেশ হালাল পণ্য সরবারহের ক্ষেত্রে বেশ সুনাম অর্জন করেছেন।   দক্ষিণ আমেরিকায় (ল্যাটিন আমেরিকা) হালাল পণ্য সরবারহের ক্ষেত্রে এসকল দেশসমূহ বেশ পরিচিতি অর্জন করেছে।
আল-আজহার অবজারভেটরি এক প্রতিবেদনে উল্লেখ করেছে, চিলির হালাল পণ্য প্রদর্শনী থেকে বোঝা যায় যে ল্যাটিন আমেরিকা হালাল পণ্যের চাহিদা বৃদ্ধি পেয়েছে।
এই কেন্দ্র ঘোষণা করেছে: হালাল বাণিজ্যের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। শুধুমাত্র মুসলমানেরাই হালাল পণ্য গ্রাহক নন; বরং স্বাস্থ্য নিয়ম সঙ্গে সঙ্গতি এবং গুনগত মান বজাই রাখার জন্য অমুসলিমরাও এই পণ্য ব্যবহার করেন।
iqna



captcha